জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় বগুড়ার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা ও বাদ আসর জেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।
মহাস্থান মাজার মসজিদ, শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, কারবালা মাদ্রাসা জামে মসজিদ, ভাইপাগলার মাজার মসজিদ, নারুলী কেন্দ্রীয় মসজিদ, নাটাইপাড়া আল আকশা মসজিদ, উত্তর চেলোপাড়া মসজিদ, কৈপাড়া বসুন্ধরা জামে মসজিদ, সেউজগাড়ী জামে মসজিদ, হাড্ডিপট্টি জামে মসজিদ, কানুছগাড়ী জামে মসজিদ, মেঘাগাছা দক্ষিণপাড়া মসজিদসহ বিভিন্ন মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি ও জাপার নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বগুড়া শহরে দোয়া মাহফিলগুলোতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, শহর জাপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ ছানা, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ।
সুত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান