বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সড়ক ও সেতুমন্ত্রী সাবেক সামরিক শাসক এরশাদকে দেখতে যান। সেখানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলের শীর্ষ নেতারা আছেন।সাবেক রাষ্ট্রপতি এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ২৬ জুন সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন। গতকাল বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী প্রচারে যোগ দেননি। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।
প্রতিনিধি