Home » টেক্সাসে বিমান বিধ্বস্ত, নিহত ১০

টেক্সাসে বিমান বিধ্বস্ত, নিহত ১০

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিমানবন্দরে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী জন নিহত হয়েছে। গতকাল রোববার সকালে ডালাস শহরে এ দুর্ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফটসুপার কিং এয়ার ৩৫০ বিমানটি রাজ্যের এডিসন বিমানবন্দর থেকে উড়তে যাচ্ছিল। কিন্তু হ্যাঙ্গারেই সেটি বিধ্বস্ত হয়। মুর্হূতেই তাতে আগুন ছড়িয়ে পড়ে।

বিমানটি ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশে রওনা হয়েছিল।এখনো আরোহীদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এ দুর্ঘটনার পর বিমানবন্দর ৪৫ মিনিট বন্ধ রাখা হয়। বিমানটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে। তদন্ত চলমান রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *