চলমান বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ। বেশ কিছু রেকর্ডও গড়েছেন লাল-সবুজের দলের ক্রিকেটাররা। এবার অন্যরকম এক রেকর্ডের সামনে তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে একত্রে খেলতে নামলেই বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়বেন সাকিব-মুশফিক-তামিম। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত একত্রে ২৭টি ম্যাচ খেলেছেন সাকিব-মুশফিক-তামিম।
সাকিব-মুশফিক-তামিমের মতোই বিশ্বকাপের মঞ্চে টানা ২৭টি করে ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে ২০০৭ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন সনৎ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস। এ ছাড়া ২০০৭ সালের বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্তও টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশান।
আগামী মঙ্গলবার সাকিব, তামিম ও মুশফিক এক সঙ্গে খেলতে নামলে তাই বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টানা ২৭টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙবে বাংলাদেশ। এদিকে চলমান বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ভারত ও পাকিস্তানের পরের দুটি ম্যাচে বাংলাদেশ জিতলে এবং ইংল্যান্ড একটি ম্যাচে হারলে মাশরাফিরা শেষ চারে খেলতে পারবে।বাংলাদেশ সাত ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।