Home » ময়মনসিংহ ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহ ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পণ্যবাহী ট্রাকের পেছনে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ভালুকার মেহরাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পিকআপচালক নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার প্রশন্নপূর গ্রামের কাদের ভূইয়ার ছেলে তাহের আলী, তার ভাগ্নে হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামে ওয়াহেদ আলীর ছেলে বাবলু ও মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৫)। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম জানান, মোহনগঞ্জ থেকে বরফকরা মাছ নিয়ে পিকআপভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে পিকআপটি বেপরোয়া গতিতে টাইলসবোঝাই অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। 

এতে মাছবোঝাই পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেলপারসহ তিনজন নিহত হন।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *