Home » প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে ব্রাজিল

প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে ব্রাজিল

২০১৫ আসরে আজকের দিনেই, ২৮ জুন প্যারাগুয়ের কাছেই কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে বিদায় এসেছিল ব্রাজিলের। এবার সেই পেনাল্টিতেই প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে লড়াইয়ের দরজা উন্মুক্ত করল তিতের দল।পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমে বল দখলে রেখে আক্রমণাত্মক খেললেও সেই ছন্দ পরে হারিয়ে ফেলে ব্রাজিল। ফলে বিরতির আগে কোন গোল করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে এসে শুরুতে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। ৫৪তম মিনিটের মাথায় ফাবিয়ান বালবুয়েনা ফাউল করলে তাকে লাল কার্ড দেন রেফারি। প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। কিন্তু কাজের কাজ হয়নি।শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে কোপার সেমিতে চলে যায় ব্রাজিল।

এর আগে ২০১১, ২০১৫, ২০১৯ সালে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। শেষ দুবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলের। ২০১৯ এসে সেই ইতিহাসের আর পুনরাবৃত্তি ঘটাতে দেয়নি ব্রাজিল।শেষ চারে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা বা ভেনেজুয়েলা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *