রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭টার তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের ছেলে পারভেজ জানান, ডায়াবেটিসের রোগী হওয়ায় তার মা প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। আজ ভোরে হাঁটার সময় দুর্বৃত্তরা তার মাকে কুপিয়ে চলে যায়। প্রতিপক্ষের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে বিউটি বেগমকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি