সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ৭২ ঘন্টার ধর্মঘটের ডাক এবং চলাচল অব্যহত রাখার দাবিতে সাধারণ জনগণের নানা কর্মসূচী নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব সমাধানে সুনামগঞ্জে প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টা থেকে সুনামগঞ্জ সার্কিট হাউজে এ বৈঠক শুরু হয়। টানা তিন ঘন্টা চলা এই দীর্ঘ বৈঠক শেষে আজ শনিবার থেকে সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল আপাতত বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে আগামী ২৪ জুন থেকে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ৭২ ঘন্টার ধর্মঘটও প্রত্যাহার করে নেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জহিরুল কবির পলাশ।
তিনি জানান- শুক্রবার রাতে প্রশাসনের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা প্রশাসক আব্দুল আহাদ, এসপি বরকতুল্লাহ খান (বিপিএম), সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিআরটিসির সিলেট ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলী, সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিকসহ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।
এ বৈঠকে বিআরটিসি ’র সিলেট ডিপো ম্যানেজার জুলফিকার আলীকে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল করার পর্যাপ্ত কাগজপত্র দেখানোর জন্য বলা হয়। কিন্তু তিনি তা দেখাতে পারেন নি। এছাড়া নিয়ম অনুযায়ি সরাসরি বিআরটিসি বাস কর্তৃপক্ষ বাসগুলো পরিচালনা করার কথা থাকলেও সিলেট-সুনামগঞ্জ রুটে এজেন্টের মাধ্যমে বাস পরিচালনার প্রমাণ পান প্রশাসনের কর্মকর্তারা।এর প্রেক্ষিতে আজ শনিবার থেকে আপাতত সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে পরবর্তীতে নিয়ম মেনে এ রুটে বাস নামানোর নির্দেশনা দেন তারা।
প্রতিনিধি