Home » সড়কে প্রান গেল বিশ্বনাথের একজন আদর্শবান শিক্ষক

সড়কে প্রান গেল বিশ্বনাথের একজন আদর্শবান শিক্ষক

বাংলাদেশের সড়কে আর কত লোক খুন হলে শৃঙ্খলা ফিরে আসবে? একতা হয়তো কেউ জানেন না। প্রতিদিন সড়ক দূর্ঘটনার নামে মানুষ খুন হচ্ছেন। সড়ক দূর্ঘটনা এখন বাংলাদেশে বড় আতংক। বিশ্বনাথের একজন আদর্শবান শিক্ষকের মৃত্যুতে সবাই শংকিত। সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার অতিরবাড়ী এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবদুল কাইয়ূম নামের একজন আদর্শ স্কুলশিক্ষক। তার সাথে একজন মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। মহিলার পরিচয় পাওয়া জানা যায়নি। নিতহ স্কুল শিক্ষকের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোঘলা পাড়া গ্রামের মৃত গাবলু মিয়ার পুত্র। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্বনাথের পারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদ।

গত ২ বছর পূর্বে তিনি বিবাহ করেছিলেন। তাঁর ৪ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সিলেটে সরকারি প্রশিক্ষণ শেষে বিশ্বনাথ আসার পথে তাকে বহনকারী অটোরিকশা সিএনজিকে সিলেটগামী একটি শ্যামলী বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। বর্তমানে তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার মৃত্যুতে বিশ্বনাথের সর্বত্র শোকের ছায়া নেমে এসছে। ছাত্র শিক্ষক এলাকাবাসি সবাই এই জনপ্রিয় শিক্ষকে হারিয়ে বাকরুদ্ধ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *