গোপালগঞ্জ সদর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছেন।গতকাল সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মকিত মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী নয়ন মোল্লা (২৬) ও একই গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২৫)।মোটরসাইকেল চালক আরফি শেখসহ অন্য আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হযরত আলী বলেন, গতকাল রাতে তিনজন একই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে ঈদের বাজার শেষে গ্রামের বাড়ি ঘোনাপাড়ায় যাচ্ছিলেন। গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো অন্তত চারজন।গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শেখ বলেন, সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। মোটরসাইকেল চালক আরিফ শেখের অবস্থা আশংকাজনক বলে ওই কর্মকর্তা জানান।
প্রতিনিধি