সিরিয়ায় প্রভাবশালী একজন বিদ্রোহী নেতাকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৮ জন। বুধবার দিনশেষে কুনেইত্রা প্রদেশের দক্ষিণে ইসরায়েলি সীমান্ত সংলগ্ন একটি এলাকায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা।নিহত মুহাম্মাদ আল কাইরি সিরিয়া রেভ্যুলেশনারিজ ফ্রন্টের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এ সময় তিনি ছাড়াও দলটির আরও তিন নেতা নিহত হন।বিরোধীরা এ ঘটনায় আসাদ সরকারের দিকে আঙ্গুল তুললেও এখনও পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আবু উমার আল জোলানি। তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে হামলার লক্ষ্যবস্তুর পাশে থাকা বেসামরিক লোকজনও নিহত হয়েছেন।হামলায় সিরিয়া রেভ্যুলেশনারিজ ফ্রন্টের আর্থিক অফিস ধ্বংস হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গত ৫ বছর ধরে সরকারি বাহিনী ও সরকারবিরোধীদের মধ্যে গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ৪ লাখ ৭০ হাজার মানুষ। আর গৃহযুদ্ধে মানুষের গড় আয়ু প্রায় ১৫ বছর কমে গেছে।গৃহযুদ্ধে নিহতদের মধ্যে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে সংঘাতের কারণে। আর অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ওষুধ ও খাদ্য স্বল্পতা এবং বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার মানুষ
সূত্র: আল জাজিরা
প্রতিনিধি