সময়টা একদমই ভালো যাচ্ছে না নেইমারের। একের পর এক দুঃসংবাদ। ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী।
সাও পাওলোর পুলিশ বলছে, যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল একটি হোটেলে। প্যারিসের ওই হোটেলে নেইমারের দল পিএসজির খেলোয়াড়েরা অবস্থান করছিলেন। যদিও এখন পর্যন্ত নেইমার কিংবা তার কোনো প্রতিনিধির কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগকারী নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই নারীর সঙ্গে নেইমারের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। পরে নেইমার ওই নারীকে প্যারিসে তাঁর সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। তিনি ওই নারীকে ব্রাজিল থেকে প্যারিসের আসার জন্য একটি বিমান টিকেট পাঠান এবং প্যারিসের ওই হোটেলে তাঁর জন্য রুম রিজার্ভেশন নিশ্চিত করেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুসারে, ওই নারীর অভিযোগ, গত ১৫ মে নেইমার যখন হোটেলে ফিরেন তখন তিনি ‘মাতাল’ ছিলেন। হোটেলে এসেই তিনি ওই নারীর সঙ্গে কিছু কথা বলে তাঁকে জড়িয়ে ধরেন। ‘একপর্যায়ে নেইমার আগ্রাসী হয়ে ওঠেন এবং জোর করেই ওই নারীর সম্মতি ছাড়াই তাঁকে যৌনতায় বাধ্য করেন।’
দুদিন পর ওই নারী ব্রাজিলে ফিরে যান, যদিও যাওয়ার আগে ফরাসি পুলিশের কাছে তিনি কোনো অভিযোগ করেননি। তাঁর দাবি, ‘ওই ঘটনায় তিনি ছিলেন হতবিহ্বল, আর অন্য দেশে এ ধরনের অভিযোগ করার বিষয়ে তিনি ভয় পাচ্ছিলেন।’
প্রতিনিধি