Home » বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ শুক্রবার মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।নিকট অতীতে দুই দলের বিশ্বকাপ জেতার রেকর্ড নেই। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ৪০ বছর আগে, ১৯৭৯ সালে। ফাইনাল খেলেছে ৩৬ বছর আগে ১৯৮৩ সালে। পাকিস্তান বিশ্বকাপ জিতেছে ১৯৯২ সালে। সর্বশেষ ফাইনাল খেলেছে ১৯৯৯ সালে। ক্যারিবীয়দের ফাইনালের অপেক্ষা ৩৬ বছরের এবং পাকিস্তানের অপেক্ষা ২০ বছরের।

স্বপ্ন পূরণের বিশ্বকাপে দুই দলের মিশন শুরু হচ্ছে আজ নটিংহ্যামের ট্রেন্টব্রিজে। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ১৯৭৫ থেকে ২০১৫ সালের সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত পরস্পরের বিপক্ষে খেলেছে ১০ বার এবং প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা জিতেছে ৭ বার। ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান জিতেছে ৩ বার। দুই দলের পরিসংখ্যানে বিশ্বকাপের মতো অন্য সব আসরেও ওয়েস্ট ইন্ডিজের সাফল্য বেশি।

১৩৩ ম্যাচে ক্যারিবীয়দের ৭০ জয়ের বিপরীতে পাকিস্তানের ৬০টি। আজ পাকিস্তান খেলছে বাঁ হাতি পেসার মোহাম্মদ আমিরকে ছাড়া। খেলছে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটের হার নিয়ে। ক্যারিবীয়রা নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ার ক্রিকেটের ৪২১ রানের আত্মবিশ্বাস নিয়ে। এতে দারুণ আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। এদিকে, পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *