Home » দানিয়ুব নদীতে নৌকা ডুবে নিহত ৭, নিখোঁজ ১৯

দানিয়ুব নদীতে নৌকা ডুবে নিহত ৭, নিখোঁজ ১৯

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নৌকা ডুবে অন্তত সাতজন নিহত ও ১৯ জন নিখোঁজ হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, হাঙ্গেরির দানিয়ুব নদীতে বুধবার ওই নৌকাডুবির ঘটনা ঘটে।খবরে বলা হয়, ওই নৌকায় মোট ৩০ জন আরোহী ছিল, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়া থেকে হাঙ্গেরিতে বেড়াতে যাওয়া পর্যটক।খবরে আরো বলা হয়, পর্যটক নিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি নৌযান এসে পর্যটকবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। এতে সাতজনের মৃত্যু হয় এবং ১৯ জন নিখোঁজ হন।এদিকে দক্ষিণ কোরিয়া সরকার খবরটি নিশ্চিত করে বলে, দানিয়ুব নদীতে নৌকাডুবির ঘটনায় সাতজনের মৃত্যু হয় এবং ১৯ জন নিখোঁজ হয়েছেন। দেশটি একটি উদ্ধারকারী দল পাঠাবে হাঙ্গেরিতে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *