Home » আগামী মাসে বিশকেকে দেখা হবে মোদি-ইমরানের

আগামী মাসে বিশকেকে দেখা হবে মোদি-ইমরানের

আগামী মাসে বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর আঞ্চলিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেখা হতে পারে। কিন্তু সরকারি সূত্রে খবর দুই নেতার দেখা হওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।ভারতের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার দেখা বা কথা হলে সন্ত্রাস নিয়ে সরব হবেন  প্রধানমন্ত্রী মোদি। সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে- এটা বোঝাতে চায় ভারত।

দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে বলে যেদিন আলোচনা হচ্ছে তার দিন দুয়েক আগে লোকসভা নির্বাচনে জয়ের জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইমরান খান।এনডিটিভির খবরে জানা গেছে রোববার দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে। ফোন করার জন্য ইমরানকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

ভোটের ফল প্রকাশের দিনই টুইট করেছিলেন ইমরান। তিনি লেখেন, বিজেপি এবং তাঁর সহযোগী দলকে জয়ের জন্য ধন্যবাদ জানাই। দক্ষিণ এশিয়ার শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার জন্য মুখিয়ে আছি।পাল্টা টুইটে মোদি লেখেন, আপনাকেও ধন্যবাদ। আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমিও শান্তি এবং উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এসেছি।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *