শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
সারাদেশের বিভাগীয় কমিশনারদের মধ্যে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। গত ২৬ মে মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুরস্কার হিসেবে তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র প্রাপ্য হবেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে। সকল মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
নির্বাহী সম্পাদক