জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরীর উদ্যোগে নগরীর ছিন্নমূল ও দুস্থ মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ পালকি রেস্টুরেন্টের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি আশরাফ গাজী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, সাধারণ সম্পাদক এডভোকেট মুখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক আহমদ, দপ্তর সম্পাদক আবুল মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল গণি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মো. দিলাল আহমদ, শহীদুল হক, এমরান আহমদ, রাজু আহমদ, রহমত এলাহী লস্কর নাঈম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছিন্নমূল অসহায় মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মানবাধিকার সংগঠনের আজকের এই সুন্দর প্রয়াস সমাজকে অনুপ্রাণিত করবে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক