‘কৃষক বাঁচলে বাংলদেশ বাঁচবে, কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধানের মূল্যবৃদ্ধি, সরাসরি কৃষকের নিকট হতে ধান সংগ্রহ, সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি ও বিদেশ হতে চাল আমদানি বন্ধের দাবীতে শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। ২৫ মে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম সভাপতি আব্দুুল্লাহ আল হোসাইনীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সুনামগঞ্জ বার এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি শহীদুজ্জামান চৌধুরী, ড. এডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরী, বেসরকারী শিক্ষক ফোরাম সিলেট মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, সুনামগঞ্জ হাওড় পরিবেশ উন্ন্য়ন সংস্থার সভাপতি কাশ্মীররেজা চৌধুরী, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, হিন্দু ম্যারিজ রেজিষ্ট্রার সিলেটের সিনিয়র সহ-সভাপতি যোগেশ্বর চক্রবর্তী (পিন্টু), কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী মোহাম্মদ কামরুল আনাম চৌধুরী, শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত, শাল্লা সোচ্চার সংগঠনের সহ-সভাপতি জ্যোতিষ মজুমদার, মিহির তালুকাদার ও অভিনাশ সরকার, সাংগঠনিক সম্পাদক বিজন তালুকদার, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, মানবাধিকার বাস্তবায়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিন্দু মজুমদার, সহ দপ্তর সম্পাদক প্রমোথ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক আল রাফি, সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সমর দাস, রাজিব সরকার, ফাহিম আহমদ, শেখ আবু বক্কর সিদ্দিক, ঝুমন চক্রবর্তী প্রমুখ।
নির্বাহী সম্পাদক