Home » জামিয়া হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামিয়া হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসার আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামিয়া হুসাইনিয়া মাদানিয়া মাদরাসা চালিবন্দর সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার শায়েখ শফিকুল হক আমকুনী (রহ.) ও বৃহত্তর সিলেটের সকল বুজুর্গানে দ্বীনের স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এ উপলক্ষে মাদ্রাসার প্রাঙ্গনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কানাইঘাট মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা শাহ ফরিদ উদ্দিন।
মাদরাসার পরিচালক হযরত মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে ও মাওলানা জামিল আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী (দা:বা:), মাওলানা আহমদ সগীর (দা:বা:), মাওলানা আব্দুর রহমান শিহাবী, মাওলানা সৈয়দ মোতাহির আলী (দা:বা:), মাওলানা শাহ ফরিদ উদ্দিন (দা:বা:), মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী, শায়খুল হাদীস মাওলানা শিহাব উদ্দিন (দা:বা:), মাওলানা তুফায়েল উসমানী (দা:বা:), মাওলানা হুসাইন আহমদ (দা:বা:) প্রমুখ। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *