‘ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছররের ন্যায় স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় পরিচালিত ফুড ব্যাংকিং টিম সিলেটের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে “পথ তারার ইফতার” বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫মে শনিবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজের নীচে সার্কিট হাউজের পাশে এ ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে সংগঠনের সদস্যরা পর্যায়ক্রমে নগরীর প্রত্যেকটি পয়েন্টে বিনামূল্যে ইফতার বিতরণ করবে।
“পথ তারার ইফতার” অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব খাঁন। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক