ছাত্রলীগ নেতা এলেক্স মুনের জন্মদিন পালন করা হয়েছে। ২১ মে সিলেট নগরীর নয়াসড়কস্থ এলাকায় এক ঝাকঝমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ জন্মদিন পালন করা হয়।
জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর তাতী লীগের সিনিয়র সদস্য ও ফিজা এন্ড কোম্পানীর পরিচালক আজহারুল ইসলাম মুমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফিজা এন্ড কোং এর পরিচালক মাজহারুল ইসলাম আমিন, রিফাত এন্ড কোং এর পরিচালক রুহুল ইসলাম রুহিত, ফায়েখ এ শিপু, মোমেন, ইমন, নাজিম, সাজন, রাজন, রাজিব, জব্বার, কবির, ফাহাদ, রাশেদ, লামি প্রমুখ।
ছাত্রলীগ নেতা এলেক্স মুনের জন্মদিন পালন
