Home » হালাল ব্যবসায়ের মাধ্যমে সাফলতা অর্জন সম্ভব : আজহারুল ইসলাম মুমিন

হালাল ব্যবসায়ের মাধ্যমে সাফলতা অর্জন সম্ভব : আজহারুল ইসলাম মুমিন


খাবার জগতে আরো এক ধাপ এগিয়ে গেল স্ট্রিট বার্গার নামক ফাস্ট ফুড খাবারের প্রতিষ্ঠান। ২১ মে মঙ্গলবার রাতে নয়াসড়কে স্ট্রিট বার্গারের আরেকটি নতুন শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর তাতী লীগের সিনিয়র সদস্য ও ফিজা এন্ড কোম্পানীর পরিচালক আজহারুল ইসলাম মুমিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হালাল ব্যবসায়ের মাধ্যমে ব্যবসায়ে অনেক সাফল্য অর্জন করায় যায়। এর প্রমাণ স্ট্রিট বার্গার। স্ট্রিট বার্গারের সত্ত্বাধিকারীরা সফলতার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে ভোক্তাদের মাঝে মানসম্মত খাবার পরিবেশন করে আসছেন। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, প্রবাসে না গিয়ে এধরনের ছোট ছোট ব্যবসায়ের মাধ্যমে নিজের ও পরিবারকে সাবলম্বী করা সম্ভব। তিনি স্ট্রিট বার্গার ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফিজা এন্ড কোং এর পরিচালক মাজহারুল ইসলাম আমিন, রিফাত এন্ড কোং এর পরিচালক রুহুল ইসলাম রুহিত, ট্রিট বার্গারের সত্ত্বাধিকারী কাজী মাহিন আহমেদ, সামীর মিনহাজ উদ্দিন, কিবরিয়া হাসান, মেহেদী হাসান, মাহফুজ চৌধুরী, ফায়েখ এ শিপু, সামি, সুমন, অনি, অপি, মারজান, অপু, সানি, আসিফ, হামিদ, নাহিদ, মাহফুজ, কিবরিয়া, সামি, মাহিন প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *