Home » সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় বক্তারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন-নিপীড়ন, ভূমিদখল বন্ধ না করলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ হবে না। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ গঠনের আহবান জানান। সভায় পঞ্চগড় জেলার আইনজীবী এডভোকেট পলাশ কুমার রায়কে জেলখানার অভ্যন্তরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। 

শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়াদউত্তীর্ণ কোম্পানীগঞ্জ উপজেলায় ২২জুন, গোয়াইঘাট উপজেলায় ২৮ জুন এবং বিশ্বনাথ উপজেলায় ১৯ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার জন্য সিদ্ধান্ত গৃুহত হয়। গঠনতন্ত্রের সংশোধনী ও কেন্দ্রীয় কমিটির নির্দেশে চলমান জেলা কমিটির ৭১ সদস্য থেকে বর্ধিত করে ৮১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠনের লক্ষে নতুন ১০জন কার্যনির্বাহী সদস্যের নাম গৃহীত হয়। সভায় সংগঠনের নানাবিধ কার্যক্রম সহ নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। 

সংগঠনের সভাপতি নিরঞ্জন কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, শিবব্রত ভৌমিক চন্দন, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক শৈলেন কর, দপ্তর সম্পাদক সাংবাদিক অপূর্ব পাল, প্রচার সম্পাদক বিমল কান্তি দে, সহ সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস শঙ্কু, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিতু কান্ত দাস, সহ মহিলা সম্পাদক মাধুরী গুণ, কার্যকরি সদস্য অধ্যাপক ঋষিকেশ ধর, নিশি কান্ত পাল, প্রতাপ তালুকদার, এডভোকেট সুজিত বৈদ্য, মঞ্জুলাল দাস, স্বপন মোদক।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ ও গঠনতন্ত্রের মর্ম মতে সিলেট জেলা শাখার ১০জন কপ্ট সদস্যরা হলেন, রবীন্দ্র কুমার দাস, সুবাস চন্দ্র পাল ছানা, এডভোকেট রাসেল কান্ত দাস, শংকর চন্দ্র দাস, রংগেশ কুমার দাস, বিদ্যুৎ সেন, সামন্ত ধর, রিংকু চক্রবর্তী, রজত চক্রবর্তী, এড. পরিমল দেবনাথ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের বিশ্বনাথ উপজেলার সভাপতি অজিত কুমার পাল, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি নরেশ চন্দ্র দাস, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক দুলাল দেব, কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক ভজন লাল দাস, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি নৃরেন্দ্র দেবনাথ, জৈন্তাপুর উপজেলার সভাপতি নৃপেন্দ্র দাস, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি দাস, সদর উপজেলা সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, বালাগঞ্জ উপজেলার সভাপতি রজত দাস ভূলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ওসামানীনগর উপজেলার সাধারণ সম্পাদক ডি. কে. জয়ন্ত, কানাইঘাট উপজেলার সভাপতি চিত্র শিল্পী ভানু লাল দাস, গোয়াইনঘাট উপজেলার সম্পাদক সুলাল দেব, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মন মোহন দেবনাথ, পঞ্চগড় জেলার এড পলাশ কুমার রায় প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *