সংক্ষিপ্ত সফরে সিলেটে পৌছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১টা ২০ মিনিটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় তাদেরকে স্বাগত জানান সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ওসমানী বিমানবন্দরে নেমে হুইল চেয়ারে করে বের হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সিলেট জেলা প্রশাসনের ইফতার মাহফিলে যোগ দেয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করবেন মোমেন ও মুহিত।
শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেলে একটি অনুষ্ঠানে এবং দুপুরে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
শনিবার সন্ধ্যায় ড. মোমেন এবং রবিবার দুপুরে আবুল মাল আবদুল মুহিতের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বার্তা বিভাগ প্রধান