Home » জালালাবাদে বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

জালালাবাদে বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফি নগর গ্রামের বাসিন্দা মানিক চন্দ্র ঘোষ নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-৬৫১, তাং- ১৪/০৫/২০১৯।
ডায়েরীতে উল্লেখ করা হয়, মানিক চন্দ্র ঘোষ ১০ মে বিকেল সাড়ে ৩টায় বর্তমান জালালাবাদ থানার হাওলাদারপাড়ার বাসা থেকে আত্মীয়ের বাড়ি বিশ্বনাথ থানার টেংরা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে মানিক চন্দ্রের ছেলে পিনাক ঘোষ বলেন, আমার আত্মীয় মামার বাড়ীতে পৌছেছেন কিনা জানতে চাইলে তারা জানান সেখানে আমার বাবা মানিক চন্দ্র ঘোষ যান নি। নিকটস্থ আত্মীয়-স্বজন সহ সকলের বাসায় খোজাখোজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আমার বাবা মানিক চন্দ্রের ব্যবহৃত মোবাইল- ০১৭৪৮ ৫৫০৬৪২ নাম্বারে যোগাযোগ করেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিখোজ মানিক চন্দ্র ঘোষের গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি ও মুখমন্ডল লম্বাটে। উপরোক্ত ব্যক্তির কেউ সন্ধান পেলে ০১৭৮৩-৬১৬১৬৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *