সংগীতশিল্পী পলি সায়ন্তনি দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত। নিজের আত্মীয়স্বজন ও সহকর্মীদের সহযোগিতায় এই জটিল রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করাটা তার পক্ষে এখন দুরূহ হয়ে পড়েছে বলে জানান পলি। তিনি বলেন, গেল দুই বছর আমি নিয়মিত চিকিৎসা নিচ্ছি। আমার আত্মীয়স্বজন ও পরিবারের পাশাপাশি এই সময়ে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আসিফ ভাই, ধ্রুব গুহ দাদা, শামসুদ্দিন ভাই এবং আমার অন্য এক বড় ভাই। কিন্তু আমার উন্নত চিকিসার জন্য দেশের বাইরে যেতে হবে। সেই অর্থনৈতিক সামর্থ্য আমার নেই। তাই এখন আমার আর্থিক সহায়তা প্রয়োজন। উল্লেখ্য, জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনির ছোট বোন পলি সায়ন্তনি।
বার্তা বিভাগ প্রধান