একুশে টেলিভিশন, দৈনিক মানবজমিন ব্যুরো প্রধান ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক ওয়েছ খছরু জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
রবিবার এই প্রতিভাবান সাংবাদিকের জন্মদিন ছিল। সিলেট নগরীর জিন্দাবাজারস্থ পত্রিকার কার্যালয়ে সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার বন্ধনকে অটুট রাখলেন।
সন্ধায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ডালিম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির শংকর দাস, এনফিল গবেষক আলিম উদ্দিন বিন আলী রাজা, বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম খান সায়েক, গাজীটিভির সয়ফুল আলম অপু।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ নানা শ্রেণি পেশার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক