ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয়ই বাংলায় স্বস্তির আশা দিচ্ছে। এই সপ্তাহে তাই মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই বৃষ্টির পরিবেশ আজ সোমবার থেকেই তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে সপ্তাহের শুরুতেই বৃষ্টির খবর শোনাল আবহাওয়া অফিস।সোমবার থেকে বুধবারের মধ্যে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। আর তার জেরেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে আজ রবিবার থেকেই এই তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা কমলেও অস্বস্তি বজায় থাকবে বলেই জানাচ্ছেন তাঁরা।
বার্তা বিভাগ প্রধান