Home » হবিগঞ্জে মুখে গামছা বেঁধে শিশুকে ধর্ষণ

হবিগঞ্জে মুখে গামছা বেঁধে শিশুকে ধর্ষণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে অভিযোগ উঠেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশুটিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এরআগে শুক্রবার (১০ মে) দিনগত রাত ৯টার দিকে উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুখে গামছা বেঁধে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায় একই গ্রামের মৃত আরজত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৭)। পরে সে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় শিশুটি ঘরে আসলে রক্তক্ষরণের বিষয়টি তার পরিবারের সদস্যরা দেখতে পান। একপর্যায়ে রাত ১টার দিকে শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক বলেন- এখনও কোন মামলা হয়নি। এছাড়া অভিযুক্ত জাহাঙ্গীরকে আটকে পুলিশ অভিযান চালিয়েছে।সূত্রঃসিলেটভিউ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *