আকাশসীমা লঙ্ঘন করে ভুল পথে ভারতে ঢুকে পড়েছিল একটি কারগো বিমান৷ সেটিকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে নামতে বাধ্য করল ভারতীয় বায়ুসেনা৷ আরও চাঞ্চল্যকর তথ্য, বিমানটি পাকিস্তানের আকাশপথ থেকে দিক পরিবর্তন করে এবং ভারতের আকাশে ঢুকে পড়ে৷ তারপরেই বিমানটির জরুরি অবতরণ করায় বায়ুসেনা৷
জর্জিয়ার এএন-১২ এয়ারক্রাফটের একটি বিমান করাচি ছাড়ার পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু হঠাৎই সেটি দিক পরিবর্তন করে এবং যে রুট দিয়ে ভারতে ঢোকার কথা তা না করে উত্তর গুজরাত দিয়ে প্রবেশ করে৷ ভারতের ব়্যাডারে ধরা পড়ার পর বিমানটিকে জয়পুরে বিমানবন্দরে নামতে বাধ্য করে ভারতীয় বায়ুসেনা৷
ওই বিমানের চালক ও অন্যান্য কর্মীদের জেরা করা হচ্ছে৷ কেন চালক দিক পরিবর্তন করলেন তা জানার চেষ্টা চলছে৷ এই কারগো বিমানটির ভারতে আসার কথাই ছিল৷ কিন্তু যেহেতু এটি ভুল পথ দিয়ে ঢোকে তাই সাময়িক উত্তেজনা ছড়ায়৷