বৃহত্তর সিলেটের খ্যাতিমান সামাজিক সংগঠন নবদূত সামাজিক ফোরামের রমজানের তাথপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শুক্রবার জালালাবাদস্থ নিজ কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
ফোরামের এম ডি এম এ রহীমের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক মুফতি মুফিজুর রহমান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী বাজার জেলা সভাপতি সুহেল মাহমুদ, সমাজসেবক হিলাল আহমদ, আ খ ম লোকমান, সিলেট জেলা সভাপতি আহমদুর রহমান সাদেক, সিলেট মহানগর সভাপতি মানিক আহমদ আকাশ, হিউম্যান টাইটড হেলথ এন্ড এডোকেশন সোসাইটির চেয়ারম্যান হাকীম ফারুক আহমদ নোমান, সুনামগঞ্জ জেলা সভাপতি ওয়েস আহমদ, প্রচার সম্পাদক আহমদ মাসুম, অফিস সম্পাদক মুজাক্কির হোসাইন চৌধুরী, উসমানী নগর সভাপতি কে এম রায়হান, গোয়াইনঘাট প্রতিনিধি হাসান আহমদ চৌধূরী, শ্রমিক নেতা লিটন আহমদ আরমান, বিশ্বনাথ প্রতিনিধি আনহার বিন সাইদ, দক্ষিন সুনামগঞ্জ প্রতিনিধি ইসানুর, বিশিষ্ট ব্যবসায়ী দিলবর মিয়া, কমিউনিটি নেতা ইসলাম আলী, নবদূত ভার্সিটি ক্যাম্পাস প্রতিনিধি মুহাম্মদ কামাল, সেনা প্রতিনিধি হাফিজুর রহমান (রিটায়েট) শিহাব খাঁন শামীম, সাইদুর রহমান, মোবারক হোসেন কামিল, মানিক আহমদ আকাশ, এম. ডি. এ. রহিম তালুকদার, আহমেদ মাছুম প্রমুখ। কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক