গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে স্বস্তি দিতে শ্রী শ্রী রাধা মাধবের শরীরে চন্দন লেপন করা হয়। তাই বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন থেকে ইসকন সিলেটে শুরু হলো চন্দন যাত্রা মহোৎসব।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে চন্দন যাত্রা মহোত্সব চলবে ২১ দিন ব্যাপি।
কথিত আছে প্রায় পাঁচশত বত্সর পূর্বে মাধবেন্দ্রপুরীপাদ চন্দন যাত্রা উত্সব শুরু করে আনন্দ লাভ করেছিল। সেই অনুষ্ঠানকে স্মরণ করে ইসকন সিলেটে চন্দন যাত্রা উত্সব পালিত হয়।
আজ মঙ্গলবার (৭ মে) ইসকন সিলেট মন্দিরের রাধা মাধবের বিগ্রহের শরীরে চন্দন লেপন করে সুসজ্জিত করা হয়। আর এই উত্সবে যোগ দিতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছে ইসকন সিলেটে।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে উত্সব মূখর এখন সিলেট ইসকন মন্দির প্রাঙ্গণ।
নির্বাহী সম্পাদক