গুজরাত সন্ত্রাস দমন মহিলা শাখার বড়সড় সাফল্য৷ হাতেনাতে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী ৪০ বছরের জুসাব আল্লারাখা সান্ধ৷ গুজরাতের বোতাড় জেলার গভীর জঙ্গল থেকে গোপন সূত্রে খবর পেয়ে এই দুষ্কৃতীকে গ্রেফতার করেন মহিলা অফিসাররা৷ এই দুষ্কৃতী প্রায় বছর খানেক ধরে পালিয়ে বেড়াচ্ছিল৷
কুখ্যাত এই অপরাধীর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে, তার মধ্যে রয়েছে খুন, পাচার ও পুলিশের ওপর গুলি চালানোর মত একাধিক কেস৷ জুনাগড়ের বাসিন্দা হলেও জুসাব গোটা রাজ্য জুড়েই অপরাধ করে বেড়াত বলে খবর৷ সশস্ত্র মহিলা বাহিনী তাকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গেই খবর ছড়িয়ে পড়ে৷ মহিলা বাহিনীর সঙ্গে ছিল একে ৪৭ ও অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্র৷
টাইমস অফ ইণ্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বোতাড় জেলার দেবধারির জঙ্গলে তল্লাশি চালায় গুজরাতের মহিলা এটিএস৷ রবিবার গভীর রাতে এই তল্লাশি চলে৷ তারপরেই গ্রেফতার করা হয় জুসাবকে৷ পরে আরও তদন্তের জন্য এই অপরাধীকে সিআইডি টিমের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷
মহিলা এটিএসের এই টিমে ছিলেন চারজন সশস্ত্র অফিসার৷ তাঁরা হলেন নিতমিকা গোহিল, অরুনা গামেতি, সিম্মি মাল ও সান্তক ওদেদ্রা৷ সিআইডি এই মামলার তদন্ত করলেও, অপরাধীকে পাকরাও করার দায়িত্ব পড়েছিল এই মহিলা অফিসারদের ওপর৷ জুসাবকে খুঁজে বের করার মূল দায়িত্ব ছিল পিএসআই জিগনেশ আগ্রাভাতের ওপর৷ তাঁর নির্দেশেই মহিলা টিমে তদন্তে নামে ও খুঁজে বের করে জুসাবকে৷
২০১৪ সালে জুনাগড় পুলিশের হাতে একবার ধরা পড়েছিল জুসাব৷ স্থানীয় জমি বিবাদকে কেন্দ্র করে স্থানীয় মন্দিরের পুরোহিতকে খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে৷ ২০১৬ সালে প্যারোলে মুক্ত হয়ে ফের সন্ত্রাস চালাতে শুরু করেছিল এই জুসাব৷ বোতাড়, ভাবনগর ও রাজকোট জুড়ে সে আতংক তৈরি করেছিল৷
বার্তা বিভাগ প্রধান