পাঁচটি সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে নগরবাসীকে সতর্ক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নিরাপত্তার জন্য এসব বিষয়ে দৃষ্টি দেয়া ও সতর্ক থাকতে বলছে পুলিশ।
এসএমপির পক্ষ থেকে নিরাপত্তামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। যে পাঁচটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ, সেগুলো হলো- ভাড়াটিয়ার তথ্য সংক্রান্ত বিষয়, বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, ট্যুরিস্ট স্পটে নিরাপত্তা, ট্রাফিক সংক্রান্ত নিরাপত্তা এবং বিবিধ (অন্যান্য বিষয়)।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
পুলিশ বলছে, অপরিচিত ভাড়াটিয়ার ক্ষেত্রে নাম-ঠিকানা ও সঠিক পরিচয় যাচাই করতে হবে। এক্ষেত্রে ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও বাসায় বসবাসবারীদের নাম ও ছবি সংরক্ষণ করা জরুরি। ভাড়াটিয়া পূর্ব পরিচিত হলে তিনি কোনো অপরাধমূলক কাজে সম্পৃক্ত কিনা, তা নিশ্চিত হতে হবে। ভাড়াটিয়ার গতিবিধি সন্দেহজনক হলে কিংবা ভাড়া বাসায়, মেসে ও কলোনিতে সন্দেহজনক লোকজন বা অপরিচিত লোকজন ঘন ঘন আসা-যাওয়া করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানো জানাতে হবে। নিজের ভাড়া দেয়া বাসা, কলোনি বা মেসের ভাড়াটিয়াদের তথ্য পুলিশকে জানানোর কথা বলা হয়েছে।
এসএমপি জানিয়েছে, বাসা বা অফিসে অন্তর্মুখী ও বহির্মুখী ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা, অফিস, বাসা বা ফ্ল্যাটের মেইন গেইটে নিরাপত্তা অ্যালার্মযুক্ত অটোলক ব্যবহার করা, সম্ভব হলে বাসা, অফিসে চৌকিদার নিয়োগ করা, বাসা বা অফিসে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ গুরুত্বপূর্ণ নাম্বারসমূহ লিখে রাখা প্রয়োজন। বাসা বাড়ি ত্যাগের পূর্বে রুমের জানালা বন্ধ ও দরজা তালাবদ্ধ করা, বাসার জানালা বা দরজার পাশে কোনো গাছ থাকলে শাখা- প্রশাখা কেটে ফেলা যাতে অপরাধীরা সেগুলো ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে। রাতে বাসাবাড়ির চারপাশ আলোকিত রাখা, গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখা, সিসিটিভি বা নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করা, নিজের মূল্যবান দলিলপত্রসহ অন্যান্য জিনিসপত্র নিরাপদে তালাবদ্ধ রাখা, বাসাবাড়ি ছেড়ে অন্যত্র গেলে প্রতিবেশীদের বলে যাওয়া, ছুটিতে বাসাবাড়ি ত্যাগ করলে সকল ইলেকট্রিক লাইন ও গ্যাস লাইন বন্ধ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
কোনোও দর্শনীয় স্থানে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণ, সন্ধ্যার আগেই ঘুরাফেরা শেষ করা, ভ্রমণের স্থান সম্পর্কে নিজের পরিবারকে জানিয়ে রাখা, ভ্রমণের সময় নিজের মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র সতর্কতার সাথে রাখতে পরামর্শ দিয়েছে এসএমপি।
পুলিশ যততত্র গাড়ি পার্কিং না করতে এবং ফিটনেসবিহীন গাড়ি না চালাতে আহবান জানিয়েছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরই গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতেও বলেছে পুলিশ।
এছাড়াও নিরাপত্তা চৌকিতে (চেকপোস্ট) পুলিশকে সহায়তা করা, রোহিঙ্গা সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানানো, অন্য কারো সাথে শেয়ারে অটোরিকশায় ওঠতে সতর্ক থাকা, বেশি টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়া, আকস্মিক বিপদে পড়লে জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করতে অনুরোধ জানানো হয়েছে এসএমপির পক্ষ থেকে।
প্রয়োজনে সিলেট মহানগর পুলিশের কন্ট্রোল রুমের ০৮২১৭১৬৯৬৮, ০১৭৩৩৭৪৫৭৫ ও ০১৯৯৫১০০১০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এসব নম্বর দিন-রাত ২৪ ঘন্টাই খোলা থাকে।
বার্তা বিভাগ প্রধান