শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মাহিদের জন্য একটি সন্ধ্যা’ শিরোনামে একটি স্মরণসভা বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ এই স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে।
বুধবার সংগঠনের আহবায়ক শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শাবিপ্রবির ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালামের স্মরণে উক্ত স্মরণসভার আয়োজন করা হচ্ছে। সেই সাথে মাভৈঃ আবৃত্তি সংসদ বিশ্বাস করে ‘মাহিদেরা মরে না, মরতে পারে না, স্বীয় কর্মের মাধ্যমেই উনারা বেঁচে থাকেন সবার মাঝে’।
উল্লেখ্য, মাহিদ আল সালাম মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং আমৃত্যু তিনি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন।
নির্বাহী সম্পাদক