জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন। শনিবার (৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বারিধারায় নিজের বাসভবন প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলন করে এরশাদ এই সিদ্ধান্তের কথা জানান।
জাপা চেয়ারম্যান তার অসুস্থতার কারণে দলীয় কাজে বিঘ্ন ঘটায় জিএম কাদেরকে এ দায়িত্ব দিয়েছেন বলে জানান সংবাদ সম্মেলনে।
এর আগে গত ১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ ঘোষণা দেন, তার অবর্তমানের পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের জাপা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন। কিন্তু ২২ মার্চ গভীর রাতে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যানের পদ থেকেই সরিয়ে দেন এরশাদ। এমনকি সংসদের বিরোধীদলের উপনেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। তখন এরশাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
বার্তা বিভাগ প্রধান