Home » ২০০ কিলোমিটার বেগে ওডিশায় আছড়ে পড়েছে ‘ফণী’

২০০ কিলোমিটার বেগে ওডিশায় আছড়ে পড়েছে ‘ফণী’

ভারতের ওডিশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। এর গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে।আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ফণী’।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী তিন থেকে ছয় ঘণ্টা ধরে ওডিশা উপকূলে থাকবে ‘ফণী’র প্রভাব। এর পর ক্রমেই উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি। পরে আগামীকাল সকালে দুর্বল হয়ে পশ্চিমবঙ্গে আঘাত হানবে এটি। পশ্চিমবঙ্গ হয়ে ‘ফণী’ আছড়ে পড়বে বাংলাদেশে।

‘ফণী’র প্রভাবে পুরিতে ওয়াল গার্ড ছাপিয়ে রাস্তার ওপরে উঠে আসতে শুরু করেছে সমুদ্রের জলোচ্ছ্বাস। তীব্র জলোচ্ছ্বাসে ফুঁসছে সমুদ্র। পুরি উপকূলে সমুদ্রের ধারে থাকা সব দোকানপাট জলোচ্ছ্বাসে ভেসে গেছে। গতকাল রাত থেকেই বিদ্যুৎহীন গোটা পুরি এলাকা। প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। এর আগে পুরি উপকূল পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে।পরিসংখ্যান বলছে, জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের হিসাব অনুযায়ী, গত ২০ বছরে এত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়নি।

‘ফণী’র তীব্রতার কথা মাথায় রেখে ওডিশার ১৩টি জেলা থেকে ১১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন কড়া নজর রাখছেন উপকূলে। প্রস্তুত রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।

ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওডিশার গঞ্জাম ও গজপতি জেলা। গাছপালা ও বাড়িঘর ভেঙে পড়েছে বলে জানা গেছে।অন্যদিকে পশ্চিমবঙ্গের দীঘা উপকূলেও আজ সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে দীঘা উপকূলকে।এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করেন।এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার বেসামরিক বিমান পরিষেবা।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ৯টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সব বিমানযাত্রা। সব বেসামরিক বিমান সংস্থাকে যাত্রীদের টিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের ২৩৩টি ট্রেনযাত্রা। এমনকি আজ সকাল থেকে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনের সংখ্যাও কমিয়ে দিয়েছে ভারতের দক্ষিণ-পূর্ব রেল। গোটা ভারত থেকেই বর্তমানে বন্ধ রয়েছে ওডিশার রেল চলাচল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *