বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিলেট জেলা যুবলীগ নেতা মো. সামস উদ্দিন সামস্ কে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইদ্রিছ মার্কেটে মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জানানো হয়।
মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইছহাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগ নেতা মো. সামস উদ্দিন সামস্, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা ফারুক আহমদ সুমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল আজিজ, তালহা আহমদ, হাফিজ ক্বারী মাওলানা আখতার হোসেন, সায়েম আহমদ, কাওসার আহমদ, মো. মাহবুবুর রহমান জুয়েল, মো. শাহীন আহমদ, নাসির আহমদ, ছাদিকুল ইসলাম, পাপ্পু দত্ত, আব্দুস সালাম বাপ্পী, আবুল মুন্তাসের চৌধুরী সাব্বিহ, জুনায়েদ আহমদ রাজু, মো. নুরুজ্জামান, কামরান আহমদ চৌধুরী, মঞ্জুর আহমদ, খলিলুর রহমান, ফয়েজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক