দ্রুত গতিতে ধেয়ে আসছে সাইক্লোন ফনী। ঘন্টায় ২০৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এই হ্যারিকেন৷ ইতিমধ্যে দেশের পূর্বপ্রান্তের উপকূল এলাকায় জারি করা হয়েছে সতর্কতা৷ ফনীর জেরে পর্যটকদের পুরীতে থাকতে নিষেধ করছে স্থানীয় প্রশাসন৷ আগামী ৪৮ ঘন্টার মধ্যে দ্রুত পুরী ছাড়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার দুপুরে ঘন্টায় ১৭৫-১৮৫ কিলোমিটার থেকে ২০৫ কিলোমিটার বেগে ঝড় বইবে৷ ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে এর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে৷ পুরীর উপর দিয়েও বয়ে যাবে এই ঝড়৷ ইতিমধ্যে বাংলার পড়শি রাজ্যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। পুরী প্রশাসন জানাচ্ছে, ফেনীর প্রভাব সব চেয়ে বেশি পড়বে শুক্র ও শনিবার৷ অতি প্রয়োজন ছাড়া তাই ওই দুদিন সৈকত শহরে সবধরণের যাত্রাই বাতিল করে দেওয়া হবে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেলে ফেনী উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। পরে সেটি গোপালপুর ও চান্দবালি পার করে পুরী পৌঁছাতে পারে শুক্রবার সন্ধ্যায়। ক্ষতিগ্রস্থ হতে পারে কুরদা, কটক, ঢেঙ্গানাল, জয়পুর ও ময়ূরভঞ্জ জেলা৷
অন্যদিকে যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি রাখা হয়েছে ভারতের তিনবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে। ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ জাহাজকে যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডও। যেখানে কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, ওড়িশা উপকূলে তৈরি রয়েছে তাঁরা। একাধিক কপ্টার, উদ্ধারকারী জাহাজকেও প্রস্তুত রাখা হয়েছে। আকাশপথেও নজরদারী চালানো হচ্ছে বলে কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে কোনও মৎস্যজীবী আটকে পড়েছেন কিনা তাও নজরদারী চালানো হচ্ছে।