প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এসে পৌঁছেছেন। বুধবার (১ মে) স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ জানান, প্রধানমন্ত্রী মূলত চোখের চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। এ সফরে তিনি প্রবাসী বাঙালি কমিউনিটির নেতা ও দলীয় নেতাকর্মীদেরও সময় দেবেন।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক কিছুক্ষণ আগে জানান, আমরা এ মুহূর্তে সেন্ট্রাল লন্ডনের ক্লারিজ হোটেলের সামনে দলীয় নেতাকর্মীরা অপেক্ষায় আছি। এখানেই আমরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবো। কৌশলগত কারণেই আমরা এবার নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাইনি।’
তিনি বলেন, ‘মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দলীয় সভানেত্রীর সফর উপলক্ষে আমরা প্রস্তুতি সভা করেছি। ওই সভার সিদ্বান্ত আনুযায়ী যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর সফরকালে বিভিন্ন কর্মসূচি নেবে।’
বুধবার বাংলাদেশ সময় সকাল সময় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার লন্ডন পৌঁছেন।
বার্তা বিভাগ প্রধান