Home » ভারতের মহারাষ্ট্রে মাওবাদী হামলায় নিরাপত্তা সদস্যসহ নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রে মাওবাদী হামলায় নিরাপত্তা সদস্যসহ নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রে মাওবাদী বিদ্রোহীদের বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও এক গাড়িচালক নিহত হয়েছেন। বুধবার রাজ্যটির গাদচিরোলি জেলার এ ঘটনায় শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা সদস্যদের বহনকারী গাড়িটি উড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি। ছত্তিশগড়ের সীমান্তবর্তী ওই জেলায় পুলিশের গাড়িটিকে লক্ষ্য করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। একই দিন ভোরে মাওবাদীরা গাদচিরোলির কুরখেদা এলাকায় একটি সড়কের নির্মাণকাজে নিয়োজিত ২৫টি গাড়িও আগুনে পুড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে সারি দিয়ে রাখা গাড়িগুলো কেরোসিন ও ডিজেল ব্যবহার করে জ্বালিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শৈলেশ বালকাওয়াদে।  মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা দিবসে এ দুটি ঘটনা ঘটলো। গত বছরের ২২ এপ্রিল নিরাপত্তা বাহিনী এই জেলায় মাওবাদীদের ৪০ জন সদস্যকে গুলি করে হত্যা করেছিল। ওই ঘটনার বার্ষিকীতে সপ্তাহব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছিল মাওবাদীরা।   ভারতের জাতীয় নির্বাচনের প্রথম পর্বের দিন ১১ এপ্রিলও গাদচিরোলির একটি নির্বাচনী কেন্দ্রের কাছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে ওই ঘটনায় কেউ জখম হয়নি।  এর একদিন আগেও একই জেলায় আরেকটি আইইডির বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য গুরুতর আহত হয়েছিল।  ৯ এপ্রিল ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলায় মাওবাদীদের ঘটানো আইইডি বিস্ফোরণে বিজেপির এক বিধায়ক ও চার নিরাপত্তা সদস্য নিহত হয়েছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *