সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় জকিগঞ্জস্থ ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা ও কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসায় প্রায় ৪ শতাধিক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ ছাত্রী ও অভিভাবকসহ অনেকের মধ্যে রক্তের গ্র“প নির্ণয় করা হয়।
ব্লাডগ্রুপের তত্বাবধানে ছিলেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম ইসলাম, সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমানের পরিচালনায় ব্লাড গ্র“প নির্ণয়ে সহযোগিতা করেন লিজা আক্তার লস্কর, মো. আশরাফুল আলম, কামরুল হাসান, একরাম হোসেন, হাসান আহমদ, ফরিয়াদ আহমদ, ইসলাম উদ্দিন, শাহিনুর আলম, মো. রহিম উদ্দিন, হাছান আহমদ চৌধুরী, মো. সাহেদ আহমদ, সজিব আহমদ চৌধুরী, সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবিয়া ছাত্র সংসদ, ডা. মোয়াজ্জেম ইসলাম, আব্দুর রাজ্জাক রিয়াজ, মো. হাবিবুর রহমান।
অন্যান্যের উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শিহাবুর রহমান চৌধুরী, মাওঃ ওয়ারিছ উদ্দিন তাপাদার, নজরুল ইসলাম, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসা সুপার মাওঃ আব্দুস সালাম, শিক্ষক আব্দুল হান্নান, মাওঃ নজির আহমদ, মাওঃ আব্দুর রহমান, মাওঃ আব্দুল মালিক, মাওঃ নজমুল ইসলাম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার ভি পি আকবর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক