৪২ বছর বয়সী বলিউড অভিনেত্রী সুস্মিতার সঙ্গে ২৭ বছর বয়সী মডেল রোহমান শোলের প্রেম এখন সিনেমা ইন্ড্রাস্ট্রিতে টক অব দ্য টাউন।
সম্প্রতি সুস্মিতা সেনকে বিয়ের প্রস্তাব দেন রোহমান শল। সুস্মিতা সেন তা গ্রহণও করেছেন। এমনকি তারা বিয়ের আলোচনাও সেরে ফেলেছেন বলে খবর বের হয়েছে। এবার সবাইকে চমকে দিয়ে আবারও আলোচনায় এলেন সাবেক এই ‘মিস ইউনিভার্স’।
ইন্ডিয়া টুডে জানায়, সুস্মিতা সেন-রোহমান শোল জুটি নাকি এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন। সুস্মিতা-রোহমানের সাম্প্রতিক একটি ছবি নিয়েই শুরু হয়েছে এই জল্পনা।
সুস্মিতার শেয়ার করা ছবিতে দেখা যায়, কাঁধের ওপর দিয়ে হাত রেখে রোহমানকে জড়িয়ে রয়েছেন নায়িকা। তার অনামিকায় রয়েছে একটি আংটি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘নিঃশর্ত ভাবে তোমার, রোহমান।’
সুস্মিতার হাতে এই আংটি দেখে অনেকে মন্তব্য করেছেন, তবে কি বাগদান সেরে ফেলেছেন তারা! কোনও কোনও ভক্ত সরাসরি এই প্রশ্ন করেছেন। কেউ বা আগাম অভিনন্দন জানিয়েছেন তাদের। অবশ্য বাগদানের বিষয়ে মুখ খোলেননি সুস্মিতা সেন।
নির্বাহী সম্পাদক