Home » শক্তি বাড়িয়ে ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ফনি

শক্তি বাড়িয়ে ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ফনি

ক্রমশ ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে উপর তা ক্রমশ শক্তিশালী হচ্ছে । প্রতি মুহূর্তে নিম্নচাপটির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যবেক্ষন করে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপটি এখন ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে বঙ্গোপসাগরের উত্তর–উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে।

শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী এবং শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও যে কোনও পরিস্থিতির জন্যে বিপর্যয় মোকাবিলা দফতরকে তৈরি থাকতে বলা হয়েছে। আগামী দুদিন ঘণ্টায় ৬০–৭৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরপূর্বাঞ্চলের ও। পূর্বাভাসে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *