Home » ক্যান্সার আক্রান্ত এরশাদের জন্য সহযোগিতায় এগিয়ে আসুন

ক্যান্সার আক্রান্ত এরশাদের জন্য সহযোগিতায় এগিয়ে আসুন

বিশ্বনাথ উপজেলা সিগেরকাছের মাঝগাও গ্রামের এরশাদ নামে এক ব্যাক্তি ক্যান্সারে আক্রান্ত ,তিনি দীঘ দিন থেকে অসুস্থ অবস্থায় আছেন,এখন উনার অবস্থায় অনেক খারাপ, তিনি এখন চিকিৎসাধীন আছেন সিলেটের শহরে নর্থইষ্ট ক্যান্সার হাসপাতালে, জীবন ও মরণ এর সাথে যুদ্ধ করতেছে।

তাহারা চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন , সবার পরিচিত ও অপরিচিত সবাইকে অনুরুদ্ধ করি, আপনার একটু সাহায্য হাত বাড়িয়ে এরশাদের জীবন বাঁচান ।

এসে মানবতার সেবা জন্য এগিয়ে যাই ।

যোগাযোগ করা জন্য নাম্বার:

যোগাযোগ করুনঃ
শামসুর রাহমান :০১৭২৩৬৮৩১৮৬
মো:জাকির হোসেন :০১৭৪২৪৭১৬৮৪
আক্তার হোসেন শেখ :০১৭২৮১৮৫৩৬৮
আকমল হোসেন :০১৭১৫২৭৯৪৩৫ (বিকাশ)


Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *