বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির উদ্যোগে ২য় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বিকেল ৩টায় এ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রগতিশীল লেখক ও গবেষক অধ্যপক গোলাম রাব্বানী, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সম্পাদক সালেহ আহমদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহসান উল্লাহ ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা শাহানারা বেগম ইমা, দক্ষিন সুরমা যুব মৈত্রীর সভাপতি আলমগীর হোসেন রুমেল, কুইজ প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারজান আহমদ, জেলা অর্থ সম্পাদক আমিনা বেগম পিউরী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্কুল বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম, জেলা সদস্য মো. আলমগীর, মুহিবুর রহমান, তুহিন আহমদ প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান শিক্ষাব্যাবস্থা বহুমুখী বাণিজ্যিক ভিত্তিক থাকার ফলে শিক্ষাব্যবস্থায় দূরদশায় নেমে এসছে। একদিকে আধুনিক শিক্ষার নামে ইংলিশ মিডিয়াম শিক্ষা অন্যদিকে মাদরাসা ভিত্তিক শিক্ষা আবার দেখা গেছে সাধারণ শিক্ষা ও প্রচলিত। যার ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা ব্যাবস্থা ও বিভিন্ন প্রতিযোগতায় অংশ গ্রহণ করতে পারছেন না। যাদের সন্তানরা নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে তারা দেখে গেছে একচেটিয়া এগিয়ে যাচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। কাজেই শিক্ষাব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক কারিকুলামের আওতাধীন করে একমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। বিশেষ করে নারীদেরকে শিক্ষাঙ্গনে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক