বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি সিলেট জেলার অধীনস্থ বালাগঞ্জ থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বালাগঞ্জ থানার গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে কমিটি গঠন করা হয়।
বালাগঞ্জ থানার নব গঠিত কমিটি নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সাগর কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক মিন্টু রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত সূত্রধর।
বিএসকেএস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রদীপ দেবের সভাপতিত্বে ও সাগর কৃষ্ণ দাসের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা ইঞ্জি: উত্পল কুমার দে, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএসকেএস চেয়ারম্যান টিটন কুণ্ডু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন স্বাস্থ্য পরিচালক সিলেট বিভাগ ও (বিএসকেএস) সিলেট বিভাগীয় সভাপতি ডা: বনদ্বীপ লাল দাস, সহ-সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক সিলেট বিভাগ ডা: পান্না লাল ধর, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন ঘোষ, হরিপদ বৈষ্ণব (বাবুল), কাউন্সিলর ২নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন বিক্রম কর (সম্রাট), নিধীর রঞ্জন সূত্রধর, সভাপতি বালাগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ডা: পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক বালাগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চয়ন পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অজিত দেবনাথ, স্বপন মোদক তপন কুমার মজুমদার, যোগেশ সূত্রধর, অনন্ত চন্দ্র দাস, কেশব দত্ত, বীরেশ চন্দ্র নাথ, কেশব পুরকায়স্থ, নিশিথ কান্ত রায়, সুরঞ্জিত সূত্রধর,মোহিত মালাকার, সজল সূত্রধর, রতীশ দাস, জিতেন মালাকার, মাখন সূত্রধর, প্রবীর রঞ্জন দেব, সত্যেন্দ্র চন্দ্র মল্লিক, রবিন সূত্রধর, ডা: বিবেকানন্দ চক্রবর্তী, ডা: নকুল বিশ্বাস নিলয়, সজিব সূত্রধর, মঞ্জু সূত্রধর, বিভাষ চক্রবর্তী, রাজীব সিং, অরিন্দম বিশ্বাস, রিপন নাথ, মুকুল পাল, সন্তোষ দাশ, মিন্টু রঞ্জন দাশ, সন্দীপ দাস, আশীষ দাস, সুজিত দাস, রাজু দে, সৌরভ পাল, বিপ্লব দাস, বাবুল অসিম লাল, বাপ্পন পুরকায়স্থ, অনুপম কান্তি দাস, রাধাকান্ত সূত্রধর, লিংকন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক