দেশের উপকূলে ফের ধেয়ে আসছে সাইক্লোন। লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই সেই অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী রবিবারের মধ্যেই্ সাইক্লোনের আকারে ঝাঁপিয়ে পড়বে ঝড়। তাই আগামী এক সপ্তাহ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
এদিন আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয় যে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে ওই সা্ইক্লোন। ঝড়ের নামকরণ করা হয়েছে ‘ফেনি।’ মূলত ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে সেটি। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
বার্তা বিভাগ প্রধান