Home » শেষমেশ গ্রেফতার হলেন সহারা কর্তা সুব্রত রায়

শেষমেশ গ্রেফতার হলেন সহারা কর্তা সুব্রত রায়

শুদ্ধবার্তা ডেস্ক :  অবশেষে গ্রেফতার হলেন সহারা কর্তা সুব্রত রায়। শুক্রবার সকালে তিনি নিজেই লখনউ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে সুপ্রিম কোর্টে জানান তাঁর আইনজীবী রাম জেঠমালানি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে সুব্রত রায়ের অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তার পরই শুক্রবার সকালে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে লখনউ পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি ৪ মার্চ। ততদিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই থাকবেন সহারা প্রধান। শুক্রবারই লখনউয়ের সিজেএম আদালতে পেশ করা হবে তাঁকে।

নির্দেশ মেনে লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা না-মেটানোয় আদালত অবমাননার মামলায় বুধবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সুব্রতবাবুর। কিন্তু ওই দিন আদালতে হাজিরা না দেওয়ায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরই শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান সহারা ইন্ডিয়ার সর্বময় কর্তা। ৯২ বছরের বৃদ্ধা মায়ের অসুস্থতার কারণে বুধবার আদালতে হাজির হতে পারেননি বলে জানান তিনি। মায়ের পাশে থাকার জন্য আগামী ৩ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করেন সুব্রত রায়। কিন্তু বিচারপতি কে এস রাধাকৃষ্ণন এবং জে এস খেহরকের ডিভিশন বেঞ্চ সহারা কর্তার সেই আবেদন খারিজ করে বহাল রাখেন তাঁর জামিন অযোগ্য গ্রেফতারির নির্দেশই।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *