Home » অতিরিক্ত ৪% কর্তন বাতিলের দাবীতে শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

অতিরিক্ত ৪% কর্তন বাতিলের দাবীতে শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মকাচারী ফোরাম সিলেট কর্তৃক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন হয়। মানবববন্ধন পরবর্তীতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।
শিক্ষক ফোরাম জেলা কমিটির অর্থ সম্পাদক কামরুল আনাম চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা অতিরিক্ত ৪% কর্তন প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করার জন্য সরকারের নিকট দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, অতিরিক্ত কোন সুবিধা প্রদান না করে ৪% কেটে নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অনতিবিলম্বে অতিরিক্ত ৪% কর্তন প্রজ্ঞাপন বাতিলের জোর দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষক ফোরামের সভাপতি মো. জালাল উদ্দিন, সহ সভাপতি সাজিদ মিয়া, স্বপন কুমার দাস, ময়নুল ইসলাম ও আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সহ সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আব্দুল বাছিত, আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আফিয়া বেগম, সহকারি সম্পাদিকা মরিয়ম বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অসীম রঞ্জন তালুকদার, বিপ্লব কুমার দাস, কাওসার আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, কামাল মিয়া, শংকর পাল, আব্দুল্লাহ আল মামুন, এটিএম মাহবুবল আলম, রেজাউল করিম, নায়েব আলী, গৌতম সাহা, কাজল দেবনাথ, আলী আহমদ, আলীম উল্লাহ, বিএমজিটি কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান চৌধুরী, শাহজাহান কবির আকন্দ, স্বাশিপ সিলেটের সভাপতি খালেদ মহি উদ্দিন আজাদ, শিক্ষক নেতা কাশমির রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *